ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

২০২৪ মার্চ ০৫ ১৩:৫৪:১২
ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর লক্ষ্যে কাজ করছে ভারত। সোমবার (০৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

মনোজ কুমার বলেন, বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজীকরণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-দিল্লি বিষয়টি নিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ চলছে। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রায় পণ্য আমদানি সহজ হবে।

এদিন ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকায় পণ্য আমদানি ও রপ্তানির বিষয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভা হয়েছে।

সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

শেয়ারনিউজ, ০৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে