ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৮:২৬:০৪
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ইউনিট প্রতি ৭৫ পয়সা বাড়ানো হয়েছে গ্যাসের দাম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মূল্যবৃদ্ধির এই ঘোষণা আসে, যা চলতি ফেব্রুয়ারি মাসের বিল থেকেই কার্যকর হবে।

সরকারি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আগে গ্যাসের ইউনিট মূল্য ছিল ১৪ টাকা। দাম বাড়ায় তার সঙ্গে যোগ হবে ৭৫ পয়সা।

আগে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্লান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম ছিল ইউনিট প্রতি ৩০ টাকা; এখন সেখানেও যোগ হবে ৭৫ পয়সা অর্থাৎ ৩০ টাকা ৭৫ পয়সা।

তবে সার কারখানার জন্য আগের মতই প্রতি ইউনিট ১৬ টাকা, শিল্প সংযোগের জন্য প্রতি ইউনিট ৩০ টাকা, চা বাগানের জন্য ১১ টাকা ৯৩ পয়সা, হোটেল রেস্তোরাঁর জন্য ৩০ টাকা ৫০ পয়সা, সিএনজি ফিলিং স্টেশনের জন্য ৩৫ টাকা এবং গৃহস্থালির জন্য প্রতি ইউনিট ১৮ টাকা অপরিবর্তিত থাকছে।

ভর্তুকি থেকে বেরিয়ে আসতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা বেশ কয়েকদিন ধরে বলে আসছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যামে তা কার্যকর হওয়া শুরু হল।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে