ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বাস্থ্যমন্ত্রীর হুংকারে হাসপাতাল-ক্লিনিকে ঝুলছে লাইসেন্স

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৬:৫২:২৬
স্বাস্থ্যমন্ত্রীর হুংকারে হাসপাতাল-ক্লিনিকে ঝুলছে লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নেয়া পদক্ষেপের পর ১০ দফা নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে লাইসেন্সের কপি ও তথ্য কর্মকর্তার নাম প্রদর্শন করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকের জন্য সরকারের জারি করা ১০ দফা নির্দেশনা অনুযায়ী লাইসেন্সের কপি ও তথ্য কর্মকর্তার নাম প্রদর্শন করা হচ্ছে, যা এতদিন ছিল না।

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নতুন নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে