ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

শাহজালালে চার বিমানযাত্রীর কাছে দুই কোটি টাকার সোনা জব্দ

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৭:১৪:০৩
শাহজালালে চার বিমানযাত্রীর কাছে দুই কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত চার যাত্রীর কাছ থেকে পৌনে দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৪২ ফ্লাইটে ওই চার যাত্রী ঢাকায় পৌঁছান।

তারা হলেন- পটুয়াখালী জেলার মো. জুয়েল হোসেন (৩৪), মুন্সীগঞ্জের আব্দুল কাদির (৪১), ইব্রাহিম খলিল (৪০) এবং গাজীপুরের খোরশেদ আলম (৪২)।

জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দর শুল্ক গোয়েন্দা (কাস্টমস) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথভাবে এ অভিযান চালায়।

জিয়াউল হক বলেন, দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। চোরাচালানের গোয়েন্দা তথ্য থাকায় এনএসআই, এপিবিএন ও কাস্টমসের একটি যৌথ দল সে সময় গ্রিন চ্যানেলের বাইরে অপেক্ষায় ছিল।

তিনি বলেন, যাত্রীরা বের হতে থাকলে ওই চার যাত্রীকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরে তাদের তল্লাশি করে প্রত্যেকের পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১৬ গ্রাম করে স্বর্ণের পাউডার, একটি করে স্বর্ণের বার (ওজন ১১৬ গ্রাম) এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলঙ্কার পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রত্যেকের কাছে ৫২৬ গ্রাম করে মোট দুই কেজি ১০৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। ওই চার যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে