ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশ বিক্রির চুক্তি আমরা কারও সঙ্গে করিনি: নৌ প্রতিমন্ত্রী

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৮:১২:০৬
দেশ বিক্রির চুক্তি আমরা কারও সঙ্গে করিনি: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ বিক্রি করার চুক্তি আমরা কারও সঙ্গে করিনি, করবও না। তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ব আমরা।

শনিবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দরে নতুন দুটি ফিক্সড কনটেইনার স্ক্যানার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে সব বন্দরে স্ক্যানার বসানো হয়েছে। বন্দরের সঙ্গে কাস্টমসের বোঝাপড়ার অভাব ছিল। কয়েক বছরের অনেক সমস্যা তিন চার বছরেই সমাধান হয়েছে, এটা বড় প্রাপ্তি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হয়ে গেলে মেরিটাইম সেক্টরে আমরা অন্যরকম উচ্চতায় চলে যাব। বে-টার্মিনালে ১২ মিটার ড্রাফটের জাহাজ আসবে। ব্যস্ততা বেড়ে যাবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পায়রা বন্দর করেছেন, গভীর সমুদ্রবন্দর করেছেন। মেরিটাইম সেক্টরে আমরা সি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। পায়রা বন্দরে বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। সৌদি আরব আরও বিনিয়োগ করতে চায়। তারা মনে করে বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘দেশ বিক্রি করার চুক্তি আমরা কারও সঙ্গে করিনি, করবও না। ডিজিটাল সিস্টেমে মানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ব আমরা।’

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আজিম, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, বন্দর সচিব মো. ওমর ফারুক, ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইভ আর অ্যাসোসিয়েটসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রায়ান জাহিদ রহমান।

শেয়ারনিউজ, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে