ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফল

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৭:০৬:২৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফল

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন এ ফল ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ৪৯ হাজার ৯২৩ জন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই হিসাবে পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছেলে ২০ হাজার ৪৫৭ জন। আর মেয়ে ২৯ হাজার ৪৬৬ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

এর আগে গত শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন।

যেভাবে জানা যাবে ফল

ভর্তিচ্ছুরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পরএই ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরেরওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে