ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়: পররাষ্ট্রমন্ত্রী

২০২৪ জানুয়ারি ৩০ ১৪:০১:১৬
ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণ করতে চেয়েছেন ১২৫ নোবেল বিজয়ীসহ ২৪২ বিশ্বব্যক্তিত্ব। এজন্য তাঁরা একজন আন্তর্জাতিক আইনজীবীর নেতৃত্বে পর্যবেক্ষক দল গঠন করার প্রস্তাবও দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়ে এই প্রস্তাব দিয়েছেন তাঁরা। চিঠিতে ইউনূসের সাজা ও বিচারকে প্রহসনমূলক বলে উদ্বেগ জানিয়েছেন ২৪২ বিশ্বব্যক্তিত্ব। চিঠিটি গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা হয়েছে।

এই চিঠির বিষয়ে ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এ রকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।’

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়।

তিনি আরও বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে, তারাই তাঁর বিরুদ্ধে মামলা করেছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।

এ সময় ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে