ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত: কাদের

২০২৪ জানুয়ারি ৩০ ১৩:৫৭:৪৬
অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ঢাকার একটি কর্মসূচি স্থগিত করেছে কারণ অনুমতি মেলেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকা মিছিল কেন? তাদের ব্যর্থতার দায় তো আওয়ামী লীগ নেবে না। এ ধরনের কর্মসূচি গণবিরোধী। গণতন্ত্রের অভিযাত্রার বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি গভীর ষড়যন্ত্র। যদি এ গণবিরোধী কর্মসূচি স্থগিত না হয়, তাহলে আমাদেরও শান্তির স্বার্থে রাজপথে অবস্থান করতে হবে। জননিরাপত্তার বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

কাদের বলেন, ‘জনস্বার্থবিরোধী কর্মসূচি কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। কঠোরভাবে প্রতিহত করা হবে।’

তিনি বলেন, আটক বিএনপি নেতাদের নিয়ে ভুল তথ্যের ওপর নির্ভর করে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। অপরাধ করলে কি বিনা বিচারে ছেড়ে দিতে হবে? বিএনপির আটকের দাবি ভিত্তিহীন। অপরাধের বিচার হতেই হবে। আইন নিজস্ব গতিতে চলবে। যারা বিবৃতি দিয়েছে তাদের তথ্য উপাত্ত খতিয়ে দেখার আহ্বান জানাই।

টিআইবির ধারণা সূচক প্রশ্নে তিনি বলেন, ‘টিআইবির মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন প্রকাশের পেছনে নানা রাজনৈতিক এজেন্ডা থাকে। কারো স্বার্থ সংরক্ষণের জন্য এসব প্রতিবেদন করে অপবাদ দেওয়া হয়। এসব পরোয়া করি না।’

তিনিস আরও বলেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিহাস সৃষ্টিকারী এক শুভ দিন। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ। বাজার নিয়ন্ত্রণ আজ সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে নতুন সংসদ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর কোনো দেশে পারফেক্ট গণতন্ত্র নেই। একেবারে ত্রুটিমুক্ত নির্বাচনও কোথাও নেই। আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে—এমন দাবি করিনা। তবে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র বাঁচিয়ে রাখা ছিল চ্যালেঞ্জ।’

স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীনভাবে এবারের নির্বাচন সম্পন্ন করে নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখেছে বলে মন্তব্য করেন কাদের।

শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে