ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বার্ন ইউনিটের নির্মাণকাজ: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ জানুয়ারি ২৭ ১৫:০৪:২৮
চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বার্ন ইউনিটের নির্মাণকাজ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, চট্টগ্রামে দ্রুতই বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আজ শনিবার ৩০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। এর আগে মন্ত্রী হাসপাতালের নিচতলায় আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল বাড়তি কিছু আইসিইউ শয্যার। সেই দাবির প্রেক্ষিতেই এই ইউনিট স্থাপন করা হয়েছে।

এরপর মন্ত্রী চমেক হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ন ইউনিটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল রোববার প্রি–একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, চট্টগ্রামে পুড়ে যাওয়া রোগীরা এতে উন্নত চিকিৎসা পাবে। নতুন বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও ওটি সুবিধা থাকবে।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে