ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যের নির্বাচনে রুশনারার বিরুদ্ধে লড়বেন বাংলাদেশি আইনজীবী

২০২৪ জানুয়ারি ২৬ ০৭:৩০:১৬
যুক্তরাজ্যের নির্বাচনে রুশনারার বিরুদ্ধে লড়বেন বাংলাদেশি আইনজীবী

পরবাস ডেস্ক : যুক্তরাজ্যের নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেবার পার্টির রুশনারা আলীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার আইনজীবী ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ তাসনিম আকুঞ্জি।

বুধবার (২৪ জানুয়ারি) ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তাসনিম আকুঞ্জি এই ঘোষণা দিয়েছেন।

মানবাধিকার এই আইনজীবী বলেন, ‘শুভাকাঙ্ক্ষীরা, আমি অধীর আগ্রহে জানাতে চাই, যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি লেবার পার্টির রুশনারা আলী এমপির বিরুদ্ধে লড়তে যাচ্ছি। আশা করি আপনাদের সমর্থন পাব।’

আকুঞ্জির বাবা ১৯৭০-এর দশকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি উত্তর লন্ডনের হ্যারিঞ্জে তার অন্য দুই ছেলের সঙ্গে একটি জিপি সার্জারি পরিচালনা করেন।

তার প্রতিদ্বন্দ্বী রুশনারা আলী একজন ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেবার পার্টির একজন সদস্য ও প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে সংসদে নির্বাচিত হন।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে