ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কের কুইন্সে ট্রেন সার্ভিস বন্ধ, তীব্র শীতে যাত্রী ভোগান্তি চরমে

২০২৪ জানুয়ারি ২১ ০৭:০১:২০
নিউইয়র্কের কুইন্সে ট্রেন সার্ভিস বন্ধ, তীব্র শীতে যাত্রী ভোগান্তি চরমে

পরবাস ডেস্ক : তীব্র শীতে কাবু গোটা নিউইয়র্ক। তাপমাত্রা হিমাঙ্কের উপর উঠছে না দিনের কোনো ভাগেই। এমন অবস্থায় এমটিএ ঘোষণা দিয়েছে কুইন্সের প্রধানতম সাবওয়ে স্টেশন কুইনস প্লাজায় থাকবে না সাবওয়ে সার্ভিস।

ঘোষণা অনুযায়ি, জানুয়ারি জুড়ে সবগুলো সপ্তাহান্তেই বন্ধ থাকছে এই স্টেশনে যাত্রী ওঠা নামা। ফলে যাত্রী দুর্ভোগ থাকছে সপ্তাহান্ত জুড়েই।

সপ্তাহান্তে কুইনস থেকে ম্যানহাটন পর্যন্ত থামছে না এন ট্রেন ও ৭ ট্রেন। তবে যাত্রীরা দুই ব্লক হেঁটে সাটল বাসে চেপে যেতে পারবেন কুইনসবোরো প্লাজা।

এক যাত্রী নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "রীতিমতো ফ্রোজেন হয়ে গেছি। শীতের মাঝে হাঁটতে গিয়ে কাবু হয়ে পড়েছি।"

কুইনস থেকে ব্রঙ্কসের পথে যাচ্ছিলেন এই যাত্রী। তিনি বলেন, "আজ কাজ আছে। বসও এখানে নেই। ফলে সকালে একটু আগেভাগেই ঘর থেকে বের হই। কিন্তু তার পরেও সময় মতো পৌঁছাতে পারলাম না। ঠাণ্ডায় হাঁটতে হবে জানা ছিলো না। আমার এখন আরও গরম কাপড় দরকার। কিন্তু কে দেবে?"

হাড়কাঁপানো এই শীতে অনেককেই বেছে নিতে হচ্ছে বিকল্প পথ। উপরন্তু সার্ভিস পরিবর্তনে কারণে অনেককেই কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে দেরি করে।

তীব্র ঠাণ্ডার মধ্যে চলছে হাড়শীতল করে দেওয়া বাতাস। নগরিতে চলছে শীতের জরুরী অবস্থা।

এর মধ্যে যাদের মাথার ওপর ছাদ নেই সেই ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগ চরমে উঠেছে।

ওদিকে সিটির ডিপার্টমেন্ট অব সেনিটেশন এরই মধ্যে সড়কের বরফ সরিয়ে নেয়ার জন্য কাজে নিয়োগদিয়েছে কয়েকজন।

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে