ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সিডনিতে জমজমাট সাহিত্য আড্ডা

২০২৪ জানুয়ারি ১৯ ২০:৪৯:২৪
সিডনিতে জমজমাট সাহিত্য আড্ডা

পরবাস ডেস্ক : সিডনির ইস্টলেকসে মায়া চত্বর সাহিত্য সংগঠনের উদ্যোগে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় এক জমজমাট সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

বৃষ্টি ভেজা সন্ধ্যায় জ্যাক মানডি রিজার্ভে অনুষ্ঠিত আড্ডায় ছিল লেখক-পাঠকদের পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান। এতে ইস্টলেকস, রোজবেরি ও হিলসডেলে বসবাসরত কবি ও লেখক-পাঠকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যে গদ্য ও পদ্যের বিবর্তন, সময়ের সাথে সাথে এর ভাষা, ছন্দ ও রসবোধে যে পরিবর্তন ঘটে তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আধুনিক কবিতার উপস্থাপন ভঙ্গি ও ভাষা বৈচিত্র্য নিয়ে আলোচকরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিষয় ভিত্তিক কবিতার আড্ডায় এবারের বিষয় ছিল 'ভালোবাসা'।

বিষয়টি নিয়ে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর ড. আলী কাজী, যাদুশিল্পী ও লেখক আব্দুল জলিল, কবি শাহরিয়ার ইমতিয়াজ আহমেদ ও শাহাদাত রিয়াদ।

অনুষ্ঠানে অন্য কবির কবিতা পাঠ করেন লেখক ইসাহাক হাফিজ, তানভীর আহমেদ খান, প্রফেসর ড. শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হায়দার খান, রাসেল মালিক, কামরুল ইসলাম, কামরুজ্জামান, আবু সুফিয়ান, জাফর আহমেদ সেলিম, সাইফুল ইসলাম প্রমুখ।

কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে সঙ্গীতানুষ্ঠান। পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে