ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

২০২৪ জানুয়ারি ১৬ ১০:০১:০৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আসলাম হাওলাদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে মদিনার তড়িক হিজরি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসলাম হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক হাওলাদার।

পরিবারের লোকজন জানান, মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য নয় মাস আগে দেশ থেকে যান। এর আগে তিনি ওই কোম্পানিতে পাঁচ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।

গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। মদিনার তড়িক হিজরি এলাকায় আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আইসিউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে