ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

লন্ডন মাতাবেন সঙ্গীতশিল্পী মিলা ও মুজা

২০২৪ জানুয়ারি ১৫ ০৭:০৮:৫৩
লন্ডন মাতাবেন সঙ্গীতশিল্পী মিলা ও মুজা

পরবাস ডেস্ক : গান গেয়ে ইংল্যান্ডের লন্ডন মাতাবেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিলা এবং মুজা।

প্রথমবারের মতো বাংলাদেশের এই দুই শিল্পী লন্ডনে পারফর্ম করবেন।

আগামী ১১ ফেব্রুয়ারি আইঅন টিভির আয়োজনে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন কনসার্ট ২০২৪। সেখানেই মঞ্চ মাতাবেন এই দুই তারকা।

লন্ডনের দ্যা রয়্যাল রেজেন্সিতে আইঅন টিভি কনসার্টটির আয়োজন করবে।

এই বিষয়ে আইঅন টিভির হেড অব প্রোগ্রাম কিশোয়ার মুনিয়া বলেন, প্রথমবারের মতো লন্ডনের মঞ্চ মাতাতে আসছেন সংগীতশিল্পী মিলা এবং মুজা। দর্শকদের এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছে।

ইতোমধ্যে লন্ডন তথা ইউরোপের জনপ্রিয় আইঅন টিভির আয়োজনে একাধিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার মিলা ও মুজা গাইবেন রয়্যাল রজেন্সির হলে। এর আগে বালাম ও আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে