ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে’

২০২৪ জানুয়ারি ১৪ ১৯:১৪:১০
‘ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে’

বিনোদন প্রতিবেদক : বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর স্ত্রীয়ের নাম সাজিন আহমেদ নির্জনা। শুক্রবার (১২ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেননি অভিনেতা।

এদিকে বিয়ের দিন থেকেই গুঞ্জন উঠেছে, অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন তিনি! এমনকি সেটা রীতিমতো সোস্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে!

এবার এই গুঞ্জনে স্পষ্টভাবে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়ে দেন যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনা নীলার বিয়ের খবরটি ভুয়া।

অভিনেত্রী শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। মজা করে তিনি লিখেছেন, ‌‘ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!’

ভক্তদের সতর্ক করে দিয়ে নীলাঞ্জনা আরও লিখেছেন, ‘একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।

এদিকে জোভানের ঘনিষ্ঠদের মতে, জোভানের স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি কাছের কয়েকজন জানতেন। জোভানের এক ছোট ভাই ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে স্ত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন অভিনেতা। এখন একটু সময় নিচ্ছেন।

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীলাঞ্জনা নীলা। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যাম কাব্য’ ছবিতে দেখা যাবে তাঁকে। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মণ্ডলের সঙ্গে। এ বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে