ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পোশাক রপ্তানিতে কোনো হুমকি নেই: বস্ত্রমন্ত্রী

২০২৪ জানুয়ারি ১৩ ১০:১৬:৫০
পোশাক রপ্তানিতে কোনো হুমকি নেই: বস্ত্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্ন থাকলেও, পোশাক রপ্তানিতে কোনো হুমকি নেই। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর কবীর বলেন, ‘বিশ্বের বেশিরভাগ দেশই বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেছে। এই পররাষ্ট্রনীতি অত্যন্ত পরিষ্কার; সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। তাই বস্ত্রশিল্প খাতে কোনো হুমকি নেই।’

দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্ব উল্লেখ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান নানক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।’

এদিকে, মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ। এ সময় ঢাকা-১৩ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন মন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে