ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের তালিকায় নতুন মুখ কামাল নাসের

২০২৪ জানুয়ারি ১২ ০৮:০৪:৫৮
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের তালিকায় নতুন মুখ কামাল নাসের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা গঠনের পর ৬ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এই তালিকায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তাঁর সঙ্গে আগের পাঁচজন উপদেষ্টাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির পর গ্যাজেটও প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পুরোনো পাঁচ উপদেষ্টা হলেন- মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উপদেষ্টাদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

১৯৫৭ সালের ২৮ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্ম নেওয়া কামাল চৌধুরী নামে পরিচিতি সাবেক এই আমলা একজন আধুনিক বাঙালি কবি। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে গত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে অবসর গ্রহণ করেন।

এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সম্ভবত জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় ‘অ্যাম্বাসেডর-অ্যাট লার্জ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগেও তিনি এই পদে ছিলেন।

শেয়ারনিউজ, ১২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে