ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

২০২৪ জানুয়ারি ০৮ ১২:৩০:০৫
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

পরবাস ডেস্ক : পিঠা পুলি বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। পুরো শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠার আয়োজন।

তবে প্রবাসে থাকা বাঙ্গালিরাও সেই পিঠার আয়োজন থেকে পিছিয়ে নেই। যদিও কর্মব্যস্ত জীবনে প্রতিদিন ঘরোয়াভাবে পিঠা পুলির আয়োজন অনেকটাই তাদের জন্য অসম্ভব।

শনিবার (০৬ জানুয়ারি) প্রবাসীদের সংগঠন নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।

হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙ্গালী নারীরা। এই যেন অন্য রকম এক আনন্দ-অনুভূতি।

জার্মানি প্রবাসী বাংলাদেশিদের এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব।

সহযোগিতায় ছিলেন জাকির হোসেন, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া, নিয়ামুল ভুঁইয়া, আমির হোসেন, মোহাম্মদ সানা, আফ্রিদ প্রধান, মাহবুবুল ইসলাম এবং নেয়ামতসহ অনেকে।

শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে