ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সিঙ্গাপুরে স্নাতক পর্যায়ে বৃত্তি, আবেদন করতে যেভাবে

২০২৪ জানুয়ারি ০৭ ১৪:০৪:০৭
সিঙ্গাপুরে স্নাতক পর্যায়ে বৃত্তি, আবেদন করতে যেভাবে

পরবাস ডেস্ক:এশিয়ার শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক পর্যায়ে বৃত্তি দেয়।

শিক্ষার্থীরা এই বৃত্তি পেলে টিউশন ফি, জীবনযাত্রার খরচ মিলবে। এ ছাড়া বৃত্তি পেলে নবীনদের জন্য মিলবে ভ্রমণ খরচ। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

বৃত্তির নাম: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বৃত্তি

সুযোগ-সুবিধা:

*টিউশন ফি*জীবনযাত্রার খরচ*নবীনদের জন্য ভ্রমণ খরচ

আবেদনের যোগ্যতা:

*এশীয় দেশ বা অঞ্চলের নাগরিক হতে হবে*নেতৃত্বের গুণাবলি থাকতে হবে*ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে*কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে (এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ফার্মেসি ছাড়া) একটি ফুল-টাইম স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে

আবেদন করবেন যেভাবে:

*সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের আলাদাভাবে একটি বৃত্তির আবেদন জমা দেওয়ার জন্য জানানো হবে*আবেদনকারীদের বৃত্তির জন্য তাদের উপযুক্ততার ওপর মূল্যায়ন করা হবে*নির্বাচনী সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে*মার্চ থেকে জুন পর্যন্ত নির্বাচনী সাক্ষাৎকার নেওয়া হবে।*সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জুলাই মাসের মাঝামাঝি সময়ে বৃত্তির ফলাফল সম্পর্কে জানানো হবে।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে