ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিয়ের পিঁড়িতে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিলর

২০২৪ জানুয়ারি ০৬ ০৭:৩৪:৪৩
বিয়ের পিঁড়িতে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিলর

পরবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস সৃষ্টিকারী প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন।

পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী আকদ সম্পন্ন হয়েছে বলে শাহানা হানিফের গর্বিত পিতা মোহাম্মদ হানিফ জানান, পাকিস্তানি বংশোদ্ভূত আব্দুল্লাহ ইউনুসের লং আইল্যান্ডের বাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার তার মেয়ের আকদ হয়েছে।

তিনি জানান, দুই পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে। তিনি আরও জানান, জামাতা আব্দুল্লাহ ইউনুস ইমিগ্রেশন বিষয়ে কাজ করেন। শাহানার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।

বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত। তিনিই প্রথম বাংলাদেশি মুসলিম নারী সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন।

নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে। সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্র্যান্টবান্ধব হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন।

শাহানা হানিফ বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীণ রাজনীতিক এবং নিউইয়র্কে অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে