ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর দিল হাইকমিশন

২০২৪ জানুয়ারি ০৫ ২১:০০:৩২
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর দিল হাইকমিশন

পরবাস ডেস্ক : মালয়েশিয়ায় প্রবাসীরা যাতে সহজে ও স্বল্প সময়ে ই-পাসপোর্ট ও ভিসা সেবা পেতে পারে সেজন্য বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রে ‘কল সেন্টার’ চালু করেছে দেশিটিতের অবস্থিত বাংলাদেশে হাইকমিশন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন শুক্রবার (৫ জানুয়ারি) কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ‘কল সেন্টার’ উদ্বোধনের ফিতা কাটেন।

এই সময় এই সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, প্রবাসী মিডিয়াকর্মীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালনের শেষ দিনে এই কল সেন্টার উদ্বোধন করা হলো। ‘কল সেন্টার’ চালুর জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রবাসীবান্ধব নীতি’ অনুসরণ করছেন। এ লক্ষ্যে, ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ ঘোষণা করেছে সরকার।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে