ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

নির্বাচন বন্ধ করার সাহস নেই বিএনপির: প্রধানমন্ত্রী

২০২৪ জানুয়ারি ০১ ১৮:২৮:০৮
নির্বাচন বন্ধ করার সাহস নেই বিএনপির: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার সাহস বিএনপির। সোমবার (০১ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করত জানিয়ে শেখ হাসিনা বলেন, এ কারণে ফলে তাদের নির্বাচনের পরিবেশ নষ্ট হতো। ২০১৪ থেকে নির্বাচন ঠেকানোর নামে বিএনপির অগ্নিসন্ত্রাসের ভুক্তভোগী এখনও অনেক মানুষ ক্ষত বয়ে বেড়াচ্ছেন বলেও জানান তিনি।।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ভোট চুরি করতে পারে না বলেই নির্বাচনে আসে না বিএনপি। নির্বাচন নাকি তারা বানচাল করবে। মানুষের ভোটের অধিকার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে- এত সাহস তাদের নেই। তারা তা পারবে না।’

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, ‘তারা নির্বাচন বর্জন করছে। বর্জন করাটা খুবই স্বাভাবিক। ভোট চুরি করতে পারবে না, নির্বাচন করবে না। কারণ, এরা ভোট চুরি করে অভ্যস্ত। চুরি করা ভোট দিয়েই তো তাদের সৃষ্টি। ক্ষমতা চুরি, ক্ষমতা দখল, ভোট চুরি- এ ছাড়া তো আর কিছু পারে না। এজন্যই তো নির্বাচন করতে চায় না।’

আওয়ামী লীগই প্রথম শান্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে জানিয়ে তিনি বলেন, ‘৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছে তারা অস্ত্রের মাধ্যমে এসেছে, লঙ্ঘন করেছে সংবিধান।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা, গ্যাস, পানি, বিদ্যুৎ, যাতায়াতসহ মানুষের জীবনমান পরিবর্তনে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরেন। ঢাকার যানজট নিরসনে মেট্রোরেলে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভূমিকাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘দেশের সুবিধাবঞ্চিত শ্রেণির অনেককেই ভূমি ও ঘর দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থাকলে পর্যায়ক্রমে সবাইকেই নিজ বাসস্থানের ব্যবস্থা করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্যই নির্বাচন।’

নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক বুদ্ধিজীবী মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তাদের জবাব দেওয়া হবে।’

শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে