ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: ক্যাটরিনা

২০২৩ ডিসেম্বর ৩১ ১১:৪৯:৪৮
আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীতি ‘টাইগার-থ্রি’ সিনেমা। বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেছে সিনেমাটি।

মুক্তির অপেক্ষায় আছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমাটি। সিনেমায় দক্ষিণী তারকা বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। ছবির পরিচালক শ্রীরাম রাঘবন।

জানলে অবাক হবেন, এই ছবির শুটিং থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছে তার। এ নিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

সেসব প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ক্যাটরিনা ‘মেরি ক্রিসমাস’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন। সেখানে তিনি জানান, সিনেমাটি তার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, এতে তামিল ভাষায় সংলাপ বলতে হয়েছে।

তামিল ভাষায় কথা বলতে পারেন না ক্যাটরিনা। তিনি ভেবেছিলেন পরিচালক ডাবিং করিয়ে নেবেন। কিন্তু তা হয়নি। ক্যাটরিনার কথায়, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যার আমাকে ছাড় দেবেন।’

অভিনেত্রী জানান, তিনি ভেবেছিলেন শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম ঠিক ভুলে যাবেন। কিন্তু শুটিং শেষ হতেই শ্রীরাম নাকি ক্যাটরিনাকে তামিল সংস্করণে শুটিং করতে বলেন।

এই প্রসঙ্গে ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তার (পরিচালক) কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু, তাতে কোনো কাজ হয়নি।’

তবে তামিল প্রশিক্ষক থাকার জন্য শেষ পর্যন্ত সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন বলে জানান ক্যাটরিনা।

বিজয়-ক্যাটরিনা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, বিনয় পাঠক, সঞ্জয় কাপুর, টিনু আনন্দ, প্রতিমা কাজমি, শানমুগারজন, কেভিন জে বাবু ও রাধিকা শরৎকুমারসহ অনেকে।

এদিকে সিনেমাটির গল্প নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘মেরি ক্রিসমাস’ একটি ক্রাইম থ্রিলার। যা বড়দিনের প্রাক্কালে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে আবর্তিত, যেটি ক্যাটরিনা ও বিজয়ের দুনিয়াকে উল্টে দেয়।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে