ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘নৌকায় ভোট দিলে চাকরি পাবেন’

২০২৩ ডিসেম্বর ৩০ ১০:১৮:৫৪
‘নৌকায় ভোট দিলে চাকরি পাবেন’

নিজস্ব প্রতিবেদক : নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন, ঘরে ঘরে চাকরি মিলবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাফরউল্লাহর স্ত্রী সাবেক এমপি নিলুফার জাফর উল্লাহ এ কথা বলেন তিনি।

নিলুফার জাফর বলেন, বিগত ১০ বছরে কিন্তু পিছিয়ে ছিলাম না আমরা, বিনা পয়সায় বহু লোকের চাকরি দিয়েছি। তবে এমপি হতে পারলে আরও অনেক এগিয়ে যেত। আমি যখন এমপি ছিলাম তখন মাদক ছিল না। এখন ঘরে ঘরে মাদকের ছোয়া। আমরা করোনার সময় বস্তা ভরে ভরে খাবার পৌঁছে দিয়েছি। আমরা তো আপনাদের ভুলে যাই নাই।

তিনি বলেন, বহিরাগতদের কেন এত প্রশ্রয় দেন? আপনাদের বিবেকে এটা লাগে নাই? আপনারা ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয় করবেন, আমরা আপনাদের উন্নয়ন দেব। গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভায় ভাঙ্গার কোনো লোক ছিল না, সব লোক হলুদ গেঞ্জি পরে শিবচর থেকে এনে ভোরবেলায় মাঠে প্রবেশ করিয়েছিল। যাকে দিয়ে করিয়েছিলেন সে কিন্তু এখন নাই।

আলগী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ১নং যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ, ফেরদৌস জামান, তৌহিদুর রহমান বুলবুল, মোহাম্মদ পলাশ মিয়া প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মহিলা ভোটাররা।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে