ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

‘ইসির নির্দেশনায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে’

২০২৩ ডিসেম্বর ১২ ১৭:৪৪:৩০
‘ইসির নির্দেশনায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।’

বিগত বিভিন্ন নির্বাচনে পুলিশের কাজের উল্লেখ করে আইজিপি বলেন, ‘আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সচেষ্ট রয়েছে। যেকোনো নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট। নাশকতাকারীদের পুলিশের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই।’

হরতাল অবরোধের নামে কিছু সন্ত্রাসী বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে