ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছেঁড়া জুতা পরে চলচ্চিত্র উৎসবে সালমান খান, যা বলছেন ভক্তরা

২০২৩ নভেম্বর ২৪ ১৭:৫৬:৩৫
ছেঁড়া জুতা পরে চলচ্চিত্র উৎসবে সালমান খান, যা বলছেন ভক্তরা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ-সম্পত্তির পাহাড়। কোটি টাকার মালিক হয়েও সাদাসিধে জীবনযাপন করেন সালমান। আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্রে উৎসবে।

সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন ভাইজান। তার প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি ‘ফারে’ সিনেমার প্রচারে যখন সালমান মঞ্চে উঠেছেন, তখন তার পায়ের দিকে পাপারাৎজ্জিদের নজর যায়।

তাদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল বলিউড সুপারস্টারের ছেঁড়া জুতা। যে ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় ইন্টারনেটে। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস নজর কাড়ে সবার। ভাইজানের এমন কীর্তি দেখে ভক্তদেরও শোরগোলের অন্ত নেই।

কেউ কেউ মন্তব্য করছেন, এই তো এবার নতুন ট্রেন্ড শুরু হলো বলে! আবার কেউ বলছেন, এই জুতা জোড়া সম্ভবত উনি পরে আরাম পান। আবার ভাইজান ভক্তদের কারও দাবি, আরে উনি সালমান খান, ওর দেখনদারির প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, টাইগার থ্রির সুবাদে বছর চারেকের ফ্লপ ক্যারিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের। বিশ্বজুড়ে ৪৫০ কোটি টাকার ওপর ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ৩০০ কোটি বাজেটের এই সিনেমা নিয়ে যতটা আশা-প্রত্যাশা ছিল, ভক্তরা দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনে সমালোচকরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে