ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দু’মাসেও খুঁজে পাওয়া যায়নি স্বস্তিকার নায়ক

২০২৩ নভেম্বর ১২ ১৭:১২:৩৯
দু’মাসেও খুঁজে পাওয়া যায়নি স্বস্তিকার নায়ক

বিনোদন ডেস্ক : নির্মাতা হিমু আকরামস চলতি বছরের সেপ্টেম্বরে তার ‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। এরপর দু’মাস কেটে গেলেও স্বস্তিকার জন্য নায়ক খুঁজে পাওয়া যায়নি।

হিমু বলেন, ‘আলতাবানু চরিত্রটির অনেক লেয়ার আছে। এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন মনে হয়েছে। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একটা মানুষের তিনটি লুক থাকতে হবে। সেই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তাই স্বস্তিকার বিপরীতে নায়ক খুঁজতে দু’মাস চলে গেছে। আর দেরি করতে চাই না। সপ্তাহখানেক পরই এ সিনেমায় স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করছেন, তা জানাতে পারব’।

‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট রিডিং সেশন চলছে।

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কথা রয়েছে। ছবিতে স্বস্তিকার পাশাপাশি অভিনয় করবেন ইরেশ যাকের, মামুনুর রশীদ, আহমেদ রুবেল, সোহেল মণ্ডলসহ অনেকে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

শেয়ারনিউজ, ১২ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে