ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধে যে ঘোষণা দিল বাস মালিকরা

২০২৩ নভেম্বর ০৪ ২০:২৫:২৮
বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধে যে ঘোষণা দিল বাস মালিকরা

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে বিএনপির ৪৮ ঘণ্টা দ্বিতীয় দফা অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করা হচ্ছে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। সামনের দিনগুলোতে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হয়। সেখান থেকে গত রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এরপর এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। ওই অবরোধেও সারা দেশে যান চলাচলের ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে