ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশের বিষয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

২০২৩ নভেম্বর ০৩ ১৪:৩৩:২০
বাংলাদেশের বিষয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে চিঠি দিয়েছেন দেশটির ১৫ জন সংসদ সদস্য। গত ৪ অক্টোবর ১৫ জন সংসদ সদস্যের স্বাক্ষরিত চিঠিটি তারা দেন। ১ নভেম্বর ওই চিঠির জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হলেন দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ এমপিদের চিঠির জবাব দিয়েছেন শুব্রিজকে। চিঠির শুরুতে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চিঠির জন্য তাদেরকে ধন্যবাদ জানান আলবেনিজ।

এরপর দেশটির প্রধানমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বিচারিক স্বাধীনতার প্রয়োজনীয়তাসহ মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আমরা সরাসরি অফিসিয়াল ও রাজনৈতিক পর্যায়ে এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে এটি করে থাকি।

শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে