ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাইফ পাওয়ারটেক

২০২৩ নভেম্বর ০৩ ০৭:১২:২১
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীস্থ খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, খাজা টাওয়ারে কোম্পানিটির ২, ৩, ৫, ৭, ১২, ১৩ ও ১৪তম ফ্লোরে কোম্পানিটির পরিচালন কার্যক্রম চলত। কোম্পানিটির প্রাথমিক পর্যবেক্ষণে ডকুমেন্টস ও রেকর্ড, ফার্নিচার ও ফিক্সচার, কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কার্যালয়ের জিনিসপত্রের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা কোম্পানিটি জানায়নি। কোম্পানিটি বলেছে, ক্ষতিগ্রস্তের পরিমাণ মূল্যায়ন করে পরে জানাবে কোম্পানিটি।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাইফ পাওয়ারটেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৯ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৬৫ পয়সা বা ৬৫. ৬৬ শতাংশ। সর্বশেষ তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৩ পয়সায়।

শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে