ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

পরিশোধিত মূলধন বাড়বে অ্যাম্বি ফার্মা

২০২৩ নভেম্বর ০২ ২০:০৪:১২
পরিশোধিত মূলধন বাড়বে অ্যাম্বি ফার্মা

নিজস্ব প্রতিবেদক : পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে ১২ গুণ বাড়াবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যামবি ফার্মাসিউটিক্যালসি পিএলসি। কোম্পানিটির পরিশোধিত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মূলধন বাড়ানো হবে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ১২.৫০ গুণ।

কোম্পানিটি কোন পদ্ধতিতে পরিশোধিত মূলধন বাড়াবে, তা জানা সম্ভব হয়নি।

সাধারণত রাইট শেয়ার ইস্যু করে অথবা পুন:রায় প্রাথমিক গণপ্রস্তাব (রিপিট আইপিও) ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হয়।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের হাতে আছে ৭৫ দশমিক ১৫ শতাংশ তথা ১৮ লাখ ৩ হাজার ৬শ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৬ শতাংশ তথা ২ লাখ ১৭ হাজার ৪৪০টি শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে বাকী ১৩ দশমিক ৬৯ শতাংশ তথা ৩ লাখ ২৮ হাজার ৫৬০টি শেয়ার।

শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে