ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিকালে আসছে ৭৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৩ অক্টোবর ৩০ ০৭:৪৬:০৬
বিকালে আসছে ৭৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৫ কোম্পানির পর্ষদ সভা আজ সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে, সেগুলোর মধ্যে রয়েছে-সোনালী পেপার, কেএন্ডকিউ, এস্কয়ার নিট, জেএমআই সিরিঞ্জ, ডেফোডিল কম্পিউটারস, আরডি ফুড, অ্যাপেক্স ইউভিং, অ্যাকমি পেস্টিসাইডস, সালভো কেমিক্যাল, দেশ গার্মেন্টস, এইচআর টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল, আইএসএন, মুন্নু ফ্রেবিক্স ও কুইনসাউথ টেক্সটাইল লিমিটেড।

আর যেসব কোম্পানি প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে সেগুলোর মধ্যে রয়েছে-এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিএনআইসিএল, আল-আরাফাহ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, যমুনা ব্যাংক, ফার্স্ট ফিন্যান্স, বে-লিজিং, ডিবিএইচ, প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড ফিন্যান্স, বার্জার পেইন্টস, ইস্টার্ন হাউজিং, লাফার্জহোলসিম, সোনালী পেপার, মেঘনা পেট ও মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।

এছাড়া, আজ ১৫টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা রয়েছে।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে