ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

২৮ অক্টোবরের ঘটনায় আলাদা আলাদা মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ অক্টোবর ২৯ ১৩:২৩:৪৯
২৮ অক্টোবরের ঘটনায় আলাদা আলাদা মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পুলিশ হত্যাকান্ড, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা ও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় আলাদা আলাদা মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আগের দিন শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যা যা ঘটেছে তাতে আলাদা আলাদা মামলা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হামলাকারীদের ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হত্যাকাণ্ড, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ‘পুলিশ হাসপাতালে হামলাসহ বিভিন্ন সহিংসা ঘটনার দায় মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা এড়াতে পারেনা সভা চলাকালীন সময় হামলা চালানো হয়েছে।’

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে