ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের বাজারেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে বিমার শেয়ার

২০২৩ অক্টোবর ২২ ১৬:৪২:৫১
পতনের বাজারেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে বিমার শেয়ার

নিজস্ব প্রতিবেদক: চারদিন ধারাবাহিকভাবে ইতিবাচক থাকার পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ অক্টোবর) পতন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ১২.৮৩ পয়েন্টের বেশি। আজ ডিএসইতে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে তিন গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। এরমধ্যেও আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হতে দেখা গেছে একটি কোম্পানির।

ডিএসই ও স্টকনাও সূত্রে জানা গেছে, আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হওয়া কোম্পানি হচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ০.৩৮ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২ টাকা ৭০ পয়সা। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯০১টি। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার আরও দুবার ফ্লোর প্রাইস ভেদ করে লেনদেন করেছিল।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে