ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিপরীত চিত্রে দেশের দুই শেয়ারবাজার

২০২৩ অক্টোবর ২২ ১৫:০৮:৫৬
 বিপরীত চিত্রে দেশের দুই শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : চার কর্মদিবস ধারাবাহিক উত্থান প্রবণতায় থাকার পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। তবে দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য উত্থান হয়েছে।

দুই স্টক এক্সচেঞ্জে বিপরীত প্রবণতায় লেনদেনের মধ্যে আজ টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে তিন গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। তবে সিএসইতে ব্যবধান কিছুটা কম দেখা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৬.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.৯২ পয়েন্টে এবং দুই হাজার ১৩৫.৪৯ পয়েন্টে।

ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির বা ১১.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১৪টির বা ৩৬.৮৯ শতাংশের এবং ১৬০টির বা ৫১.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ৩৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৮.৯৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৯৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.০১ পয়েন্ট এবং সিএসআই সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১২.৫৯ পয়েন্টে, এক হাজার ৩০৭.৭৯ পয়েন্টে এবং একহাজার ১৬৯.১৪ পয়েন্ট কমেছে। তবে সিএসই-৩০ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৬.৩৩ পয়েন্টে।

আজ সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৫ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে