ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২০২৩ অক্টোবর ১৫ ১৮:৪৪:২৯
মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেস্ক প্রতিবেদক: “উৎপাদনের নামে বিনিয়োগকারীদের সঙ্গে মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রতারণা’ শিরোনামে শেয়ারনিউজ২৪.কমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে গতকাল শনিবার (১৪ অক্টোবর)। উপরুক্ত শিরোনামের রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে কোম্পানিটির কতৃপক্ষ।

নিন্মে প্রতিবাদটি তুলে ধরা হলো:

আপনাদের রিপোর্ট অসত্য ও উদ্দেশ্মূলক তথ্য প্রদান করে পাঠকদের বিভ্রান্ত করেছে। তাই নিম্নে সঠিক তথ্য দেওয়া গেল:-

প্রথমত: আমাদের কারখানা আগের মত তালাবদ্ধ নয়; ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর ভিতরে আমরা কাঁচামাল সংগ্রহ করে ট্রায়াল ভিত্তিতে উৎপাদন শুরু করেছি।

দ্বিতীয়: আমরা মূল্য সংবেদনশীল তথ্যে বিক্রয় সম্পর্কে কিছু বলিনি; সুতরাং, এ সম্পর্কে রিপোর্ট অপ্রাসঙ্গিক। তাছাড়া বিসিআইসি দরপত্র সম্পর্কিত তথ্য সঠিক নয়; আমদের কোম্পানি এসম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি।

তৃতীয়: আমাদের কোম্পানির কোন ব্যক্তি শেয়ার ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত নয়। সুতরাং, প্রতারণার প্রশ্ন অর্থহীন। তাছাড়া, আমাদের কোম্পানির কোন ব্যক্তি কাউকে লুটপাট করার সুযোগ করে দেওয়ার প্রশ্নই আসেনা।

চতুর্থ: আমাদের কোম্পানি সর্বোচ্চ সূশাসন নিশ্চিত করে; আপনাদের রিপোর্ট ভিত্তিহীন।

আমরা লক্ষ্য করেছি আগেও আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে অসত্য রিপোর্ট প্রকাশ করেছেন; কিন্তু, আমাদের প্রতিবাদ ছাপাননি যা আমাদের সম্মান ক্ষুণ্ণ করেছে।

রিপোর্টারের বক্তব্য

মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৩০ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর কথা ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানালেও কোম্পানিটি এখনও উৎপাদন শুরু করতে পারেনি।

কোম্পানিটি বিসিআইসির দরপত্রের আশায় থাকলেও তারা কাজ পায়নি। কারণ দরপত্রে অংশগ্রহণ করে যে অর্ডার নিতে হয়, সে হিসেবে কোম্পানিটি দরপত্রে তৃতীয় হয়েছে। যার কারণে নতুন করে কোন দরপত্র না হওয়া পযন্ত বিসিআইসি কোন অর্ডার করবে না বা কোম্পানিটি পাবে না।

অন্যদিকে, কোম্পানিটি ট্রায়াল ভিত্তিক যে উৎপাদনের কথা বলেছে তা সম্পূর্ণ অসত্য। কারণ শেয়ারনিউজের রিপোর্টার কোম্পানিটির কারখানা পরিদর্শ করেই এই রিপোর্ট করে। পরিদর্শন কালে কোম্পানিটির উৎপাদনের কোন আলামত বা ওই স্থানীয়দের সাথে কথা বলে এমন কোন তথ্য জানা যায়নি।

শেয়ারনিউজ, ১৫ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে