ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

পার্লামেন্টে যে ‘কাণ্ডে’ সমালোচনার মুখে ট্রুডো

২০২৩ অক্টোবর ০৫ ২০:৪৫:০১
পার্লামেন্টে যে ‘কাণ্ডে’ সমালোচনার মুখে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : সমালোচনার মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানা গেছে, হাউস অব কমন্সে তার আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগমাধ্যমে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে তিনি জিহ্বা বের করে নবনিযুক্ত স্পিকার গ্রেগ ফার্গাসের দিকে চোখ বুলাচ্ছেন। এক্সে শেয়ার করা ভিডিওতে শোনা গেছে ট্রুডো তার ভাষণের আগে স্পিকার ফার্গাসকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন।

ভিডিওটিতে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে ব্যবহারকারীদের। একজন কমেন্টে বলেছেন, ‘আমি জানতে চাই জাস্টিন ট্রুডো, কানাডার লিবারেল পার্টি, আমাদের তথাকথিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সংসদে এই আচরণ কীভাবে গ্রহণযোগ্য?’ আরেকজন লিখেছেন, টিকটক দেখে এই অঙ্গভঙ্গি শিখেছেন তিনি।

কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, জাস্টিন ট্রডোর চোখের পলক এবং জিহ্বার অঙ্গভঙ্গি কি মূলবান নয়! এক ব্যক্তি প্রধানমন্ত্রী ট্রুডোর একটি স্ক্রিনশট শেয়ার করে বলেছেন, ‘দেখুন সেই ভয়ঙ্কর টিকটিকি জিভ বেরিয়ে আসছে।’

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে