ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকায় কারা? গুঞ্জন কৌতূহল সর্বত্র

২০২৩ সেপ্টেম্বর ২৪ ০৯:৪৭:২৫
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকায় কারা? গুঞ্জন কৌতূহল সর্বত্র

নিজস্ব প্রতিবেদক : তালিকায় কারা আছেন? গুরুত্বপূর্ণ পদাধিকারীরা ইতিমধ্যেই একান্ত আলাপচারিতায় একে অপরকে এই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছেন। কেউ কেউ এই সরকারের মেয়াদে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ পদে ছিলেন; তাদের নামও শোনা যাচ্ছে। বিশেষ করে পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বা আছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তার নাম: অন্যান্য আইজি, ডিআইজি, রেঞ্জ ডিআইজি, র‌্যাব কর্মকর্তারাও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। যারা অবসর নিয়েছেন, কিন্তু অতীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তারাও ভিসা নীতির আওতাভুক্ত।

নির্বাচন-সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও কি এই ভিসা নীতির আওতায় আছেন? এ নিয়ে প্রশাসনিক মহলে কৌতূহল রয়েছে। শুধু মন্ত্রী পর্যায়ের বা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাই এই ভিসা নীতির আওতায় থাকবেন কিনা তাও জানার বিষয়। রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই চলছে কথোপকথন। শুধু কি ক্ষমতাসীন দল? বিএনপি ও সংসদে বিরোধী দল জাতীয় পার্টি কিছুটা অস্বস্তিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে দলের নেতাদের মধ্যে চলছে নানা আলোচনা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাস্তবায়নের ঘোষণার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাপেক্ষে মানুষের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে। তবে আমি বলতে পারি সংখ্যাটি খুব বড় নয়, ছোট। এ বিষয়ে আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলব।

এ সময় বিরোধী দল বলতে কাদের বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, এখনও কিছু বলেনি। অতীতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন দুটি রাজনৈতিক দলের কথা উঠেছিল। এর একটি বিএনপি, অপরটি জামায়াত।

অন্যদিকে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনভর আলোচনায় ছিল এই ভিসানীতি। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান পর্যন্ত চলছে আলোচনা। নানা প্রতিক্রিয়াও জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে