ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাসায় দগ্ধ র‌্যাব সদস্যের মৃত্যু

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৯:৪৪:৫৪
বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাসায় দগ্ধ র‌্যাব সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় দগ্ধ হওয়া র‌্যাব সদস্য অভিজিৎ কুমার সিং (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন অভিজিৎ কুমার সিংয়ের বান্ধবী টুম্পা রানী দাস (২২)।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিজিৎ কুমার সিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, অভিজিতের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় টুম্পা রানী নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অভিজিৎ সিংয়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় র‍্যাবের এক সদস্যসহ দুজন দগ্ধ হন।

শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে