ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জি-২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১১:৪০:০৭
জি-২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন। শনিবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

সম্মেলনের জন্য বিশেষভাবে প্রস্তুত ‘ভারত মণ্ডপম’-কনভেনশন সেন্টারে বিশ্ব নেতারা যোগ দেন। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। এর মধ্যে রয়েছে দুপুরের খাবারের ব্যবস্থা। এছাড়া রাত ৮টা থেকে রাতের খাবার পাওয়া যায়।

ভারতের জি-২০-এর মুখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ভারতের খুব কাছের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেছিলেন যে ভারত গত ১ ডিসেম্বর জি-২০ এর সভাপতিত্ব গ্রহণ করেছে। তারপর থেকে ভারত জুড়ে ৬০টিরও বেশি শহরে ২০০ টিরও বেশি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ও বৈঠকগুলোকে ঘিরে ভারত তার গণতন্ত্র, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সম্মেলনের শেষ দিন নরেন্দ্র মোদি ‘এক ভবিষ্যৎ’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন। সম্মেলন উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ অন্য অতিথিদের সম্মানে ভারতের রাষ্ট্রপতি আজ নৈশভোজের আয়োজন করছেন।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে