ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১০:০৮:৪৩
শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলায় পোস্ট করা হয়েছে যে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের পর নরেন্দ্র মোদি এক্সে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনার মধ্যে সংযোগ, বাণিজ্য সংযোগ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল।

এর আগে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যে এই সফর।

প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠেয় এবারের জি-২০ সম্মেলনে অতিথি দেশ হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশগুলো হলো: মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাত। বিদ্যমান ভারত-ভারত সম্পর্কের কারণে বাংলাদেশই একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ এই সম্মেলনে আমন্ত্রিত।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে