ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে যা রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৫:৩০:৩৫
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে যা রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ল্যাভরভ । সেখানে তিনি পরিদর্শন বইয়ে মন্তব্যও লেখেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লেখেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তিনি আনন্দিত। দেশের জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাকে স্মরণ করি। এই সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন তাকে উল্লেখযোগ্য সমর্থন দিয়েছিল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল সোভিয়েত ইউনিয়ন। দুই দেশের অভিন্ন ইতিহাস ও পারস্পরিক স্বার্থে শেখ মুজিবুর রহমান যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন আমরা তা লালন করি।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সের্গেই ল্যাভরভ। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুজনের মধ্যে বৈঠক হয়। এর আগে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে