ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

লোকসানে থাকা জ্বালানির পাঁচ কোম্পানির ডিভিডেন্ড নিয়ে শঙ্কা

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৪:৫৯:৪৭
লোকসানে থাকা জ্বালানির পাঁচ কোম্পানির ডিভিডেন্ড নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে (জুলাই’২২-মার্চ’২৩) নয় মাসে পাঁচটি কোম্পানি লোকসানে রয়েছে। মুনাফা বেড়েছে ছয়টি কোম্পানির। মুনাফা কমেছে ১০টি কোম্পানির। বাংলাদেশ ওয়েল্ডিং হালনাগাদ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আর লিন্ডে বিডি ডিসেম্বর ক্লোজিং কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসানে থাকা এই পাঁচ কোম্পানির ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা তৈরী হয়েছে। কারণ কোম্পানিগুলো সর্বশেষ অর্থবছরে মুনাফা করতে পারেনি। এই কারণে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারবে কি না, তা নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে। এতে করে লোকসানে থাকা এই কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা দুশ্চিন্তায়ও রয়েছেন। তবে কোম্পানিগুলোর মধ্যে কেবল সিভিও পেট্রো কেমিক্যালের রিজার্ভ নেগেটিভ। বাকি ৪টির বিশাল রিজার্ভ রয়েছে। কোম্পানিগুলো লোকসানে থাকলেও প্রতিবছরের ন্যায় এবছর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত করবে না।

লোকসানে থাকা এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, খুলনা পাওয়ার এবং পাওয়ার গ্রীড লিমিটেড। নিচে কোম্পানিগুলোর তুলনামূলক মুনাফা দেওয়া হলো-

বারাকা পতেঙ্গা

তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ১৬ পয়সা। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল

তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ৭৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান কমেছে ১ টাকা ১৫ পয়সা বা ৬৬ শতাংশ। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।

ডেসকো

তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৬ পয়সা। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

খুলনা পাওয়ার

তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ২৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে ১ টাকা ৮২ পয়সা বা ৭৫৮ শতাংশ। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

পাওয়ার গ্রিড

তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে