ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাকে গলা কেটে হত্যা, ছেলের যাবজ্জীবন

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১১:৩৬:০৫
মাকে গলা কেটে হত্যা, ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কামাল আহমদ উপজেলার মৃত তাহির আলী ওরফে সুন্দর আলীর ছেলে। নিহত তারই মা ছাইমুন বিবি।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ জানুয়ারি বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে কামালের সঙ্গে ছৈমুন বিবির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সিহামুন বিবিকে ছুরি দিয়ে গলা কেটে মাটিতে ফেলে হত্যা করে।

এ সময় ফখরুদ্দিনের স্ত্রী হেনা বেগম হত্যাকাণ্ড দেখে চিৎকার করলে তার চিৎকারে লোকজন ছুটে এলে কামাল আহমদ দৌড়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর স্থানীয় লোকজন তাকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করে।

এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা সাইম উদ্দিন বাদী হয়ে কামাল আহমদকে অভিযুক্ত করে পরদিন বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা বলেন, কথাকাটাকাটির জেরে মাকে হত্যা করে ছেলে কামাল আহমদ। রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এসএম পারভীন এবং রাষ্ট্রের নিয়োজিত আইনজীবী ফারজানা হাবিব চৌধুরী আসামি পক্ষে মামলা পরিচালনা করেন।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে