ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১২:৪৩:২৯
ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ সদস্যের যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত ৩১ আগস্ট ড. ইউনূসের চট্টগ্রামের হাটহাজারীর নজুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক।

ওই পুলিশ পরিদর্শক গ্রামের লোকজনের কাছ থেকে ড. ইউনূস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ড. মুহাম্মদ ইউনূসের ভাইয়ের সঙ্গেও।

ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম এবং স্থানীয়রা এই তথ্য সংবাদিকদের নিশ্চিত করেছেন। যদিও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, হাটহাজারী থানার ওই পুলিশ পরিদর্শকের নাম মো. আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানি মঞ্জুর আলীর কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। তার পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান।

এই বিষয়ে মঞ্জুর আলী বলেন, গত ৩১শে আগস্ট দুপুরে পুলিশ এসে আমার কাছে ড. ইউনূসের বিষয়ে জানতে চান। পরে এক পর্যায়ে আমি ওই পুলিশ সদস্যকে ড. ইউনূসের ছোট ভাই মাঈনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলি।

মঞ্জুর বলেন, ওই পুলিশ সদস্য আমার কাছ থেকে মাঈনুলের ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলেন। প্রথমে মদুনাঘাট বিটের এসআই মো. আজম ড. ইউনূসের পরিবারের সদস্যরা বর্তমানেকে কোথায় আছেন, তারা কী করেন জানতে চান। তারা কোথায় লেখাপড়া করেছেন। তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা? ড. ইউনূস কোথায় লেখাপড়া করেছেন- এসব তথ্য জানতে চান।

ওই এসআই জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান, ইউনূসের অবস্থান ও পরিবারের সকল সদস্যের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন।

তবে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ড. ইউনূসের বাড়িতেকে গেছেন তা আমার জানা নেই। আমার থানার কোনো পুলিশ তার বাড়িতে যায়নি।

ড. ইউনূসের ভাই মাঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ আমার কাছে অনেক তথ্য জানতে চেয়েছে। ড. ইউনূস প্রাথমিক থেকে কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করেছেন। তার পরিবারের সবার নাম কী এবং বর্তমানে কে কোথায় আছেন? তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা।

তিনি বলেন, পরিবারের সদস্য ভাইবোন কতোজন, সবার নাম, মায়ের নাম। ভাইবোনরা কী করেন? তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? শেষ কবে গ্রামের বাড়িতে এসেছেন। এসব জানতে চাওয়া হয়। আমি যতটুকু জানি জবাব দিয়েছি। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি হাটহাজারী থানার মদুনাঘাট বিট পুলিশের এসআই আজম বলে পরিচয় দেন।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে