ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

নৌকা প্রতীকে নির্বাচন করবেন রাষ্ট্রপতির ছেলে

২০২৩ আগস্ট ৩০ ১৩:৪৩:১২
নৌকা প্রতীকে নির্বাচন করবেন রাষ্ট্রপতির ছেলে

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের একমাত্র ছেলে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

আরশাদ আদনান রনি বলেন, আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার আশাবাদী। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি আমাকে মনোনয়ন দিলে আমি পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।

রাষ্ট্রপতির ছেলে বলেন, আমার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি পাবনার মানুষের জন্য তার সর্বোচ্চ উৎসর্গ করেছেন, এমনকি পাবনার মানুষের জন্য তার একমাত্র সন্তানকেও উৎসর্গ করেছেন। উনি বলেছেন- তুমি পাবনায় গিয়ে পাবনার মানুষের জন্য কাজ শুরু করো।

এসময় নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। মাঝে মাঝে ব্যবসায়িক কারণে দূরে থাকতাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যেহেতু আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার সন্তান তাই আমার দাবির জায়গা আছে।

ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি জানিয়ে তিনি বলেন, আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।

মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে