ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্যত্র বিয়ে করায় স্ত্রীর হাত-পা কেটে বিচ্ছিন্ন, সাবেক স্বামী আটক

২০২৩ আগস্ট ২৭ ০৯:৩৮:৪০
অন্যত্র বিয়ে করায় স্ত্রীর হাত-পা কেটে বিচ্ছিন্ন, সাবেক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে দ্বিতীয় বিয়ের জের ধরে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগে সুজন মিয়া (৪০) নামে এক স্বামীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আকলিমা উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

খবর পেয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ সুজন মিয়াকে আটক করে। সুজন উপজেলার গাজীপুর ইউপির সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে। সুজনের দাবি, আকলিমা ৭ ছেলে-মেয়ে ও আমাকে রেখে আরও দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলেও জানান তিনি।

আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন। চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে