সোহরাওয়ার্দীর গাছ কেটে তৈরি করা ভবনগুলো এখন আড্ডার জায়গা
নিজস্ব প্রতিবেদক : ভবন নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি রেস্টুরেন্ট এখনও খোলেনি। তালাবদ্ধ ভবনগুলির বারান্দা এবং স্কোয়ারগুলি এমন জায়গা যেখানে লোকেরা আড্ডা দেয়। কেউ কেউ সেখানে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। কেউবা রাত কাটাচ্ছেন।
ভবনগুলো এখন আড্ডা দেওয়ার জায়গা। সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্টের জন্য নির্মিত এই ৭টি ভবন নিয়ে অনেকেই এখন কৌতূহলী। এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর দায় চাপায়। তবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এই উদ্যানের আধুনিকায়নে ২০১৮ সালে একটি প্রকল্প হাতে নেয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।
প্রকল্পটি গণপূর্ত বিভাগ দ্বারা বাস্তবায়িত হয়। প্রকল্পের আওতায় ২০২০ সালে ওই ৭টি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ভবনের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে উদ্যানের গাছ কাটা শুরু হলে বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবেশবাদীরা প্রতিবাদ করতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে ২০২১ সালের জুন মাসে গাছ কাটা বন্ধ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা গেটের ছবির ফটো হাটের পাশে, উদ্যানের ভিআইপি গেটের পাশে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটের পাশে, উদ্যান লেকের পাশে, রমনা কালী মন্দিরের পাশে, উদ্যান মুক্তমঞ্চ ও টিএসসি গেটের পাশে রেস্টুরেন্ট ভবনগুলো নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে ছবির হাটের গেটসংলগ্ন রেস্তোরাঁ ভবনে গিয়ে দেখা যায়, সামনের চওড়া বারান্দার বেঞ্চে কিছু মানুষ শুয়ে আছে। আবার কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে। সেখানে বয়স্ক দিলদার হোসেনের সঙ্গে কথা হয়। তিনি প্রায় ১০ বছর ধরে উদ্যানে পানি বিক্রি করছেন।
দিলদার হোসেন বলেন, ‘এইটা থাকার জন্য অনেক ভালো জায়গা। রোদ-বৃষ্টি কোনোটাতেই এইখানে আমাগো সমস্যা হয় না। মাঝেমইধ্যে পুলিশ টহলে আসে। তয় আমাগো থাকতে কেউ বাধা দেয় না। বইমেলা আর কোনো বড় অনুষ্ঠান হইলে শুধু থাকা যায় না। গত বছর এইগুলার কাজ শেষ হইছে। এর পর থাইকা তালা মারাই দেখতাছি। আর কেউ কখনো এইগুলা খুলেও নাই, কোনো কাজও করে নাই। এখন মানুষ বসে আড্ডা দেয় আর আমরা থাকি।’
তার কথামতো অন্যান্য রেস্তোরাঁ ভবনেও একই চিত্র দেখা যায়। সেখানেও মানুষজন বসে কথা বলছে, আড্ডা দিচ্ছে। অনেকে আবার লুডু আর তাসে মশগুল। দুপুর ১২টার দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। এ সময় উদ্যানে বিচরণ করা অনেকে এসে ভবনগুলোর বারান্দায় আশ্রয় নেন। প্রতিটি রেস্তোরাঁ ভবন বৃত্তাকার এবং সাদা ও লাল রং করা। প্রতিটি ভবনের সামনে অর্ধ বৃত্তাকার খোলা জায়গা, যা অনেকটা বড় বারান্দার মতো। সেখানে গ্রাহকদের বসে খাওয়ার জন্য শানবাঁধানো বেঞ্চ ও টেবিল রয়েছে। উদ্যানে বিচরণ করা লোকজন এই বেঞ্চে আড্ডা জমায়। বৃষ্টির সময়ও অনেকে এসে বসে। হকাররা এখানে চা-সিগারেট, পানি ও ফুল বিক্রি করে।
প্রতিটি ভবনের অভ্যন্তরভাগ লাল রঙের কলাপসিবল গেট দিয়ে আটকানো। প্রতিটি গেটে দুটি করে তালা। একটা উপরে, একটা নিচে। ওপরের তালা সীলমোহর করা। গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখা যায় এখনও অনেক কাজ বাকি। চুলার জায়গা দেখা গেল না। পানির কোনো ব্যবস্থা চোখে পড়েনি। উল্টো ভেতরে জমে আছে আবর্জনা। শুধু ভিতরের অবস্থাই খারাপ নয়, বাইরের দেয়ালও ভেঙে পড়তে শুরু করেছে। রমনা কালীমন্দির ও বাগানের মুক্তমঞ্চ সংলগ্ন দুটি ভবন দেখে মনে হয় বহু বছরের পুরনো।
উদ্যানের ভিআইপি গেটের পাশে রেস্টুরেন্ট ভবনে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন , আমি ৫-৬ বছর ধরে এখানে ঘুরতে আসি। এখানে ২০২১ সাল থেকে গাছ কাটা শুরু হয়েছে। আমরা প্রতিবাদ করলে রাতের অন্ধকারে গাছ কেটে ফেলা হয়। গত বছর দেখলাম সব কাজ শেষ হয়েছে। আমরা কেন তারা এখন পর্যন্ত চালু করা হয়নি তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।
প্রকল্প বাস্তবায়নে উদ্যানের বেশ কিছু গাছ কেটে ফেলা হলে গ্রিন প্ল্যানেট, ষোল আনা বাঙালি, ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন আন্দোলনে নামে। এসব সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রতিবাদ জানায়। কখনো সমাবেশের মাধ্যমে, কখনো পার্কে গাছ লাগিয়ে, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ করে। তবে এই প্রতিবাদ সত্ত্বেও রেস্তোরাঁ ভবন নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ।
এই প্রতিবাদের মুখে নির্মাণকাজ শেষ করেও এই সাতটি রেস্তোরাঁ চালু হচ্ছে না কেন, এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার কালের কণ্ঠকে বলেন, ‘এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প। আমাদের কাজ ছিল বাস্তবায়ন করা। আমরা বাস্তবায়ন করে দিয়েছি। এখন কবে তারা রেস্তোরাঁগুলো চালু করবে, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ই বলতে পারবে।’
প্রকল্পের ব্যয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি কাগজ দেখে বলতে হবে। আজকে (গতকাল) সরকারি ছুটির দিন। অফিস চলাকালে এলে জানাতে পারব।’
রেস্তোরাঁগুলোর বিষয়ে কথা বলার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হাবিবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। একাধিকবার মেসেজ পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।
শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট
- সঞ্চয়পত্রের সুদহার নিয়ে সরকারের নতুন নির্দেশনা
- সংবিধান সংস্কার: যেভাবে গঠিত হবে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ
- আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
- ফাইন ফুডসের ব্যবসায় ও মুনাফায় অডিটরের সন্দেহ
- হারবাল ডিভিশন চালু করবে নাভানা ফার্মা
- লিটন ও সাকিবের বাদ পড়া নিয়ে নান্নুর বিস্ফোরক মন্তব্য
- শামীমের দাবিতে তোলপাড়, ছাত্রদলের রাজনীতি নিয়ে নতুন বিতর্ক
- ফাইন ফুডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগ: লাউরির তদন্তে যা বলা হয়েছে
- ভোটার তালিকা হালনাগাদে ইমাম ও পুরোহিতদের ভূমিকা নিয়ে ইসির নির্দেশনা
- বাংলাদেশের সংবিধানে বড় সংস্কার: তিনটি মূলনীতি বাদ, নতুন চারটি প্রস্তাব
- বন্ধুদের কাছে ফিরে আবেগে আপ্লুত মির্জা ফখরুল, শৈশবের দুষ্টুমি স্মরণ
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
- ‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গের সত্যতা জানা গেল
- আজ যে খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল
- ছাগল মতিউরকে ধরেছে, খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে
- জাকারবার্গের ভুল তথ্য নিয়ে মেটার ক্ষমা প্রার্থনা
- আইএমএফ শর্ত পালনে ডলারের বাজার মূল্য নির্ধারণ
- ফেব্রুয়ারিতে ৬ সংস্কার প্রতিবেদন নিয়ে সরকারের রাজনৈতিক সংলাপ
- মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজারকে টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার
- যে শঙ্কায় পদত্যাগের পথে হাঁটলেন টিউলিপ সিদ্দিক
- সংবিধানে বড় পরিবর্তন: সরকারের সংস্কার পরিকল্পনায় ১৫টি গুরুত্বপূর্ণ সুপারিশ
- ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের বাজিমাত
- ১৫ জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিনিয়োগকারীদের লোকসান বেড়েছে আরও ৩৪০০ কোটি টাকা
- ১৫ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ঐতিহাসিক রায়
- ১ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি পণ্যের খালাসে নতুন শর্ত
- মুচকি হেসে আদালত চত্বরে পলকের নতুন মন্তব্য
- ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষনা
- সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ, নারীদের জন্য নতুন সুযোগ
- সারজিস আলমের পাসপোর্ট জব্দের খবর গুজব, সেনাবাহিনী দিয়েছে বিবৃতি
- আগামী তিন দিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস
- সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি
- পদত্যাগের পর টিউলিপ সিদ্দিকের নতুন সুযোগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এমা রেনল্ডসের ঝাঁকজমকপূর্ণ নিয়োগ
- টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
- পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- মালেক স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- রহিম টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্ষতিগ্রস্থ দুই জাহাজ বিক্রি করবে বিএসসি, আসবে কোটি টাকা
- মতিউর কন্যা ইপ্সিতার আয়কর ফাইলে প্রকাশিত শতকোটি টাকার সম্পদের চাঞ্চল্যকর তথ্য
- বঙ্গবন্ধু সেতুর নামকরণ নিয়ে নাহিদ ইসলামের মন্তব্য , প্রকাশ্যে এলো আসল সত্য
- রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর
- যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি মোদি
- ‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মাথায় হাত!
- ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে উধাও টাকা
- ফের জটিলতা, আটকে গেলো লেনদেন
- আজ থেকে ৩ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন
- বিনিয়োগকারীদের বাজার বিমুখ হওয়ার ব্যাখ্যা দিল বিএসইসি
- শেয়ারবাজারের ছয় ব্যাংকের ভবিষ্যৎ ঝুঁকিতে: সিদ্ধান্ত আসবে শিগগিরই
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের আক্রমণ: বড় বিপদের শঙ্কা
- ফেসবুকে পোস্ট দিয়ে বরখাস্ত হলেন ১০ ক্যাডার কর্মকর্তা
- অব্যবহৃত ডাটা গ্রাহকদের জন্য বড় সুখবর
- ব্যাংক-শেয়ারবাজারের জন্য নতুন সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক