ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে ফেসবুকে গুজব

২০২৩ আগস্ট ২৬ ০৯:৩৮:৩৫
জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে ফেসবুকে গুজব

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এমন বক্তব্য প্রচার করে একটি মহল বিভ্রান্ত করেছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, নির্বাচনের বিস্তারিত জানা যাবে ৯ নভেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২২ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

ফেসবুকে যে তথ্যটি ছড়িয়েছে তা মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের। ওই বছরের ৮ নভেম্বর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। সেবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হয় ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর। আর ভোটগ্রহণ হয় ২৩ ডিসেম্বর।

ফেসবুকে ছড়ানো তথ্যটি মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের। ওই বছরের ৮ নভেম্বর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত ঘোষণা করেন।

বিষয়টি সম্পূর্ণ গুজব জানিয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ, রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু হলেও ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেন তিনি।

শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে