ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

রেস্তোরাঁয় খেয়ে পালিয়ে গেলেন চার পর্যটক, বিল পরিশোধ করল সরকার

২০২৩ আগস্ট ১৯ ১৫:২৫:৫৮
রেস্তোরাঁয় খেয়ে পালিয়ে গেলেন চার পর্যটক, বিল পরিশোধ করল সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের একটি রেস্তোরাঁয় খাওয়ার পরে বিল না দিয়েই পালিয়ে যান ৪ ইতালীয় পর্যটক। বিষয়টি জানতে পেরে তাদের হয়ে বিল পরিশোধ করেছে দেশটির সরকার। খবর বিবিসির।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আলবেনিয়ার বেরাত শহরে এ ঘটনাটি ঘটেছে। তবে কত তারিখে এই ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি বিবিসি।

প্রতিবেদন বলা হয়, চার ইতালীয় পর্যটকের এমন কর্মকাণ্ড দুদেশর সংবাদমাধ্যমে চড়াও হলে বিষয়টি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে জানান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রাম। ঘটনার সময় তিনি আলবেনিয়া সফর করছিলেন।

বিষয়টি জানতে পেরে মেলোনি ইতালির রাষ্ট্রদূতকে বলেন, ‘যাও, এই ইডিয়টদের বিল পরিশোধ করে আসো।’

আলবেনিয়ার ইতালীয় দূতাবাসও বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। ৪ পর্যটকের পক্ষ থেকে প্রায় ৮০ ইউরো পরিশোধ করে দূতাবাস।

পরবর্তীতে এক বিবৃতিতি দূতাবাস জানায়, ইতালির নাগরিকরা নিয়মকানুন মেনে চলেন। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। আমরা আশি করি, এই ধরনের ঘটনা আর ঘটবে না।

আলবেনিয়া সফররত ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা বাটা সংস্থা রয়টার্সকে বলেন, বিল পরিশোধ করা গর্বের বিষয়। কয়েকজন অসৎ ব্যক্তি সমগ্র জাতিকে অপমানিত করতে পারে না।

শেয়ারনিউজ, ১৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে